ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুখ তুমি কোথায় --

আমি সিংহাসনে বসে, সুখ খুঁজতে চেয়েছি।
বেশ সন্নিকটে ছিল! তবে অনুভব করতে পারিনি।
দখিনা হাওয়া আর পশ্চিমাদের গোলাবারুদের গদ্ধে।

আমি মদ আর নারীর গন্ধে ডুব দিয়ে দেখেছি।
হতাশা আর যন্ত্রণা আমাকে আঁকড়ে ধরেছে,যেন প্লাজমার প্রবাহ বন্ধ থাকে।

আমি জোছনা শোভিত রাতে তারকাদের সাথে কথা বলেছি। যেন প্রিয়ার ঢঙে। রংবেরং শাড়ীর আঁচল পেতে।
তুমি আসবে বলে প্রিয়ার কপালে লাল টিপ বসিয়ে দেই, সেই মনোরঞ্জনের বাসর ঘরে।
তবুও তোমায় পেলাম না---

নদ-নদী, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত।
হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আমার পদদলিত ছিল
; মরুভূমির তপ্ত দুপুরে, উত্তপ্ত বালির মাঝেও।
তবুও তোমায় পায়নি, তন্নতন্ন করে খুঁজে।
সুখ'
আসলে তুমি কোথায় থাকো।
কার উঠনে বসে দিবস-রজনী কাটিয়ে দাও, চিত্ত বাসনায়।
কার শরীরে বসে,তুমি মনোরঞ্জনের বাতাস ছড়াও দিগ্বিদিক।

ছবি
সেকশনঃ সাহিত্য
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 29/08/2022
সর্বমোট 375 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন