ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তোমার কথা আজও মনে পড়ে

তোমার কথা আজও মনে পড়ে
সাইয়িদ রফিকুল হক


তোমার কথা আজও মনে পড়ে
তবে আগের মতো পাই না আর
হৃদয়মাখা তাজা ফুলের ঘ্রাণ
সেখানে এখন মাতালের হাসি!
কতদিন ভেবেছি তোমাকে দেখি
কিন্তু পাই না কোনো সুবাস
ডাঙার মানুষ হয়েও তুমি যে
গভীর জলে করছো বসবাস!
তোমাকে ভুলে গেছি একেবারে
তবু তোমার ছায়াটুকু কেন যে
ফিরে আসে বারেবারে রোদ হয়ে!
তোমার কথা আজও মনে পড়ে
চাঁদ-জোছনা ঢেকে গেছে আঁধারে।


সাইয়িদ রফিকুল হক
১৯-১১-২০২২

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 21/11/2022
সর্বমোট 323 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ