ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিবর্তনের খেলা

বিবর্তনের খেলা
সাইয়িদ রফিকুল হক


পৃথিবীর সবকিছুতে বিবর্তনের খেলা
চারিদিকে এখন বিবর্তন!
মানুষ হয়ে যাচ্ছে বিরাট পশু
আর পশুর চোখে মনুষ্যত্ব!
চেনা মানুষ হয়ে যায় অচেনা
আবার অচেনা হচ্ছে আপন। 
মানুষের আকৃতিতে দেখছি কত বরাহ,
আবার দেখি, আসল বরাহগুলো এখন ভদ্র!
জঙ্গলের বরাহগুলো আজকাল খুব শান্ত,
কিন্তু লোকালয়ে দেখছি, অশুভ বরাহরাজি!
কচুখেকো বরাহদের তবু ধর্ম আছে— 
এদের কোনো ধর্মকর্ম কিংবা মনুষ্যত্ব নেই।


সাইয়িদ রফিকুল হক
২৩-০১-২০২৩

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 23/01/2023
সর্বমোট 869 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন