ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​বক্ষ কাঁপে

ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !
তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?
কেমন করে তোর উপর বিশ্বাস আমি রাখি ?
ক্ষমতা লোভে অর্থ্ মোহে সত্য রাখিস ঢাকি।
রক্তে লেখা লাল সবুজ যে আমার মাণিক,
তার প্রেম আছে কি তোর বক্ষে খানিক ?
আপন স্বার্থে ডাকিস তোরা ভিনদেশী পাখি ?
কি লাভ হল রক্তে রক্তে স্বাধীন পতাকা আঁকি?
নিজের বিবেক নিজের জ্ঞান দিস না তোরা কেহ
মীর জাফরেই দেখি শুধু চির চেনা স্নেহ।
ভয়ে ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি !
তুই কি এই বাংলা মায়ের দোয়েল শ্যামা পাখি ?
---------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কবিআমিনুল তারিখঃ 16/07/2023
সর্বমোট 154 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন