ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জীবনের মূল্য

জীবনের মূল্য
সাইয়িদ রফিকুল হক

 
কী মূল্য আছে এ জীবনের?
মরলে যাবে শ্মশানে
আর নাহয় কবরে!
চিতায় উঠে হবে ভস্ম
আর নাহয় কবরে ঢুকে
মিশে যাবে রে এই মাটিতে!
কীসের এত বড়াই করো?
কীসের এতো ভাব ধরো?
কী মূল্য আছে রে জীবনের
চিতা-কবর খুব শ্রীঘ্র 
হবে সবার শেষ-ঠিকানা।
 
সাইয়িদ রফিকুল হক
০২-০৯-২০২৩
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 03/09/2023
সর্বমোট 198 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন