ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অর্জনেই মুক্তি --

তবে কি এতোটুকুই ছিল পথ 
অন্ধ আবেগ ঠেকেছে তলানিতে প্রায় 
এরপর আর কতদূর জীবন ! 
নিঃস্বতার হিমাগারে নির্বাসিত আত্মা 
প্রতিশ্রুত ছিল স্বরচিত স্বপ্ন,
নীরবে নিরুদ্দেশ হবে বলেই কি 
জোছনা খেয়েছিল চাঁদখোর! 
নাকি মনভাঙা মানুষেরাই নিমগ্ন থাকে
অনৈক্য প্রেমে?
যদি তাই হয় তো ভেঙে যাক সব পৃথিবীর দেয়াল 
প্রাচীন আদিমতায় শৃঙ্খলিত বোধ ভাঙ্গুক
সন্ধির আহবান নয় আর, 
ভালবাসি বলে অন্তর্ঘাতী মরণের হোক অবসান, 
সুভালবার্ডের স্লেজে যতোই স্বপ্ন নাচুক 
বরফ যুগে ফিরবে না বলেই 
তর্কহীন বিশ্বাসে মন বাঁচুক আরও একবার ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 22/02/2018
সর্বমোট 4752 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন