ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​রুবাইয়াৎ-পর্ব-(দুই)

​রুবাইয়াৎ -পর্ব-(দুই)
রুকুন-উদ-দৌলা সোহেল


(১৬)
সোনার ঘরে ঢুকলো কিরে পঞ্চফনা নাগরাণী?
বিষ ছড়ানোর অগেই যে তোর ভেঙ্গে দেবো দাঁত খানি।
ষোল কোটি ওঁঝা আছে বীণ বাজাতে তৈরী'রে
শপথ করে বলছি যে আজ আবার দেবো কোরবানি।।

(১৭)
ও পথে আর যাসনে'রে ভাই বুলি যে সব ছলনার,
তোকে দিয়ে তোর স্বজনে করবে তারা দলনার,
নেইকো তাদের ধর্ম কোনো মুখে'ই শুধু লেবাস'যে,
সংখ্যা তাদের নয়তো বেশি দেখনা করে কলনার।।

(১৮)
কিসের আশায় কিসের নেশায় ঐ পথে ভাই পা দিলি?
কোমল হাতে কলম ছেড়ে গ্রেনেড কেনো তুই নিলি?
যাদের বুকে মারিস ছুড়ে তারা কি তোর নয় আপন!!
ওসব ছেড়ে আয়'না সোনা সবার সাথে বুক মিলি।

(১৯)
কোন্ ইসলামে বলেছে'রে নিরপরাধ মেরে ফেল্,
এটা তাদের আপন গড়া নীল নক্সার দারুণ খেল্,
মানব হত্যা, আত্মঘাতি জানিস এ যে মহাপাপ,
খোল'না এবার তোর বদনের জঙ্গিবাদের সঙ্গী চেল্।।

(২০)
রক্ত কি খুব সস্তা এখন তৈরী কি হয় কারখানায়?
নিত্য এখন রক্ত ঝরে রাস্তা-ঘাটে কার'হানায়?
জঙ্গিবাদে নাম দিয়েছে সোনার দেশের ছেলারা
জিহাদ নামে করছে যে খুন কারা এ ভুল পথ'জানায়?

(২১)
পাগল-পারা এ মন আমার তোর বদনের খুশবুতে,
খোলা চুলে বদন ঢাকিস নিত্য যে তুই তুস'বুতে,
বদন যেনো পায়'না ব্যথা রাখিস'রে তাই যত্নে'রে?
আমার যেনো ভ্রম না ভাঙ্গে তোর চরণের ঠুস'বুতে।।

(২২)
খোলা কেশে লাগছে যে বেশ রাখিস'নারে কেশ ঢেকে,
যত্ন করে রাখিস শুধু কেশ রাশিতে তেল মেখে,
যে যাই বলে বলুক'না সই তাতে কি আর যায় এসে!
তোর কেশেতে পাগল-পারা মরতে পারি কেশ দেখে।।

(২৩)
তোর হাসিতে চাঁদও হাসে কলি থেকে ফুল ফোটে,
কি যাদু যে অাছে'রে সই রাঙা দু'টি লাল ঠোঁটে!
বর্ষা হয়ে মুক্তো ঝরে হৃদয় ভূবন দেয় দোলা
সেই হাসি মুখ দেখতে যে সই নিত্য অবুঝ হৃদ ছোটে।।

(২৪)
আকাশ জুড়ে তারার মেলা জ্যোৎস্না ভরা রাত নিশি,
সেই ক্ষণে যেন্ যমদূতে দেয় অমৃত সেই বিষ শিশি।
কেউ কেঁদোনা যাওয়ার ক্ষণে ঝরবে বৃষ্টি অঝোরে,
শব্দ কিছু আছে জমা তাই বলে’তো নই ঋষি।।

(২৫)
তুমি এখন অনেক বড় ছড়ায় খ্যাতি চারদিকে,
ঘিরে আছে চক্ষু হাজার নজর তোমার কারদিকে?
জমিতে খুব হচ্ছে আবাদ ফসলও কম ফলছে না
যত্ন করে রেখো ফসল নাগাল না’পায় চামচিকে।।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ rukunshohel তারিখঃ 19/01/2024
সর্বমোট 520 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন