ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ব্লগ নীতিমালা

১. মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রমণ এবং স্বাধীনতা বিরোধীদের সকল প্রচারণা এই ব্লগে নিষিদ্ধ. যুদ্ধাপরাধীদের স্বপক্ষ দল এবং তাঁদের মতাদর্শের সাথে সংশ্লিষ্টতা প্রকাশ করে এমন পোস্ট প্রকাশ করা হবে না, ক্ষেত্র বিশেষে তাদের নিক বাতিল হবে

২. কোন বিজ্ঞাপনমূলক পোস্ট দেয়া যাবে না, কোনো ব্লগারের ব্যক্তিগত বিষয়ে উৎসাহ দেখানো পোস্ট ও কমেন্ট নিরুৎসাহিত করা হচ্ছে

৩. বিষয়বস্তু ছাড়া কোনো পোস্ট প্রকাশ করা হবে না (উদাহরণঃ এই ব্লগে আমার প্রথম লেখা আপনাদের দোয়া চাই), এরকম পোস্ট প্রকাশ করা হবে না, তবে যেকোনো ব্লগার চাইলে তার পোস্টের শেষের দিকে এসব কথা লিখতে পারবেন

৪. ব্লগের গুণগতমান ও রুচিশীলতা বজায় রাখার জন্য ব্লগ এডমিন কোনো যেকোনো বক্তব্য মুছে দিতে পারে. ( যেমন অশ্লীল আলাপচারিতা, ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ইত্যাদি)

৫. এখানে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি সব ধরনের পোস্ট প্রকাশ করা হবে, যুক্তি নির্ভর সব লেখাকে ব্লগ স্বাগত জানাবে. তবে ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িক উস্কানি ছড়ায় এমন পোস্ট প্রকাশ করা হবে না. ব্লগ বিশ্বাস করে ধর্মীয় বিশ্বাস মানুষের একান্ত ব্যাক্তিগত তাই মন্তব্য বা লেখায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ

৬. কপিরাইট নীতিমালা ভঙ্গ করে এমন লেখা ব্লগে প্রকাশ করা যাবে না. উপযুক্ত রেফারেন্সসহ অন্যের বক্তব্য প্রকাশ করা যাবে নিজস্ব ব্যাখ্যাসহ

৭. ব্লগাররা এই ব্লগের মূল শক্তি . নীতিমালা কোনো দুসপরিবর্তনীয় নীতিমালা নয়. সময়ের নিরিখে ব্লগারের মতামতের ভিত্তিতে নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন করা যাবে

৮. ব্লগের মানোন্নয়নের জন্য যেকোনো সিদ্ধান্ত ব্লগারদের অংশগ্রহণের মাধ্যমে নেয়া হবে

৯. ইংরেজি ভাষায় লেখা কোন পোস্ট প্রকাশ করা হবে না তবে পোস্টের বিষয় বস্তুর প্রয়োজনে ইংরেজী লেখা যাবে

১০. সকল মন্তব্য ও পোস্টের বিষয় বস্তুর ক্ষেত্রে সকল দায় ব্লগারের, ব্লগ কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী হবেন না

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন