ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমার জীবনের মূল্য হল এক লক্ষ বিশ হাজার

1. আমার ঘরে অগ্নিশিখা/ তোমরা আনছ দখিনা হাওয়া/ আরাম করে পোহাচ্ছ আগুন/ ক্ষতস্থানে দিচ্ছ সেক/ আমি চিৎকার করে কপিকল ধরি/ বাঁচার কত আকুতি দেখ/ এ দেহ আজ জ্বলে-পুড়ে ছারখার/ এ বদনসিব শুধুই আমার/ কেউ হবেনা দায়ী/ কারো হবেনা ফাঁসি/ সবকিছু তাই চলবে ফাইন/ ক্যাপিটালিজমের এমনি ধর্ম/ ক্যাপিটালিস্টদের এমনি কাজ/ চিৎকার করে বলছি আমি/ ভণ্ডামি করবে আর কতকাল/ আমার জীবনের মূল্য বুঝি এক লক্ষ বিশ হাজার।।_________2. এ দেশে কোন রাসায়নিকের গুদাম নেই/ আছে কি আর এদেশে?/ সবগুলো পড়ে আছে কাফ্ফাতে আর সাফ্ফাতে/ তবু, ঘটে কত দুর্ঘটনা/ অকালে হারায় কত প্রাণ/ কারো কোন দুঃখ নেই/ আছে শুধু বৃথা অনুতাপ/ আমার জীবনের মূল্য হল এক লক্ষ বিশ হাজার।।________________ [The End]

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 23/02/2019
সর্বমোট 5649 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন