ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মোহন যন্ত্রণা

নিষিদ্ধ বইয়ের ভেতর,
ভাঁজ করে রেখেছিলাম ময়ূরের পালক!
গাল, হাত,বুক ছুঁয়ে
অশৈশব বর্ণালি রঙেরকান্না
দুচোখ ভেদ করে একদিন ছুঁয়েছিলো
সুদূর আকাশের মেঘেদের দল।
মেঘের হৃৎপিণ্ড চিরে চিরে
খুঁজেছিলাম রঙধনু!
আজ মেঘ আকাশে ময়ূর নাচে,
মাথার উপর আকাশ ছুঁয়ে রঙধনু হাসে!
নিষিদ্ধ বইটা আজ আমি,
পড়ার বাঁধা অতিক্রম করেছি,
আজ আমি যোগ্য হয়েছি
জগতের সমস্ত পাঠ পড়ার।
আমার এই সক্ষম হয়ে উঠা,
আমার এই মাথায় রঙধনু
পায়ের কাছে ময়ূরপঙ্খি নাচ নিয়ে
ঘুমানো-জেগে উঠা,
আমার এই না চাইতেই সবকিছু পাওয়া
আজ আমাকে সুখের বদলে
এক মোহন যন্ত্রণায় ডুবিয়ে রাখে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 06/06/2019
সর্বমোট 1999 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন