ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মেয়েটিকে খুব ভালো লেগেছিল

মেয়েটিকে খুব ভালো লেগেছিল
সাইয়িদ রফিকুল হক

 
মেয়েটিকে আমার প্রথমে ভালো লাগেনি,
তবে প্রথম দেখায় শুধু ভালো লেগেছিল তার মুখের হাসিটুকু!
পরে দেখি, তার বসবার ভঙ্গিটুকুও অনেক বেশি সুন্দর!
তারও একটুখানি পরে তার হাঁটা-চলা আরও সুন্দর লাগলো!
এমনকি তার হাত দিয়ে বই ধরার ভঙ্গিটুকু আরও বেশি সুন্দর!
তার মার্জিতরুচির পোশাকআশাক দেখে রীতিমতো মুগ্ধ হলাম একসময়।
 
আরও পরে জানলাম, তার মনের ভিতরে খেলা করে কত রঙিন প্রজাপতি,
তারা কী সুন্দরভাবে যেন স্বপ্নের জাল বুনে তার মনের আকাশে উড়ছে!
একসময় মুগ্ধ হয়ে সেগুলো আমি ধরতে চাইলাম, কিন্তু পারলাম না,
কোনখানে যেন একটা বিরাট বাধার প্রাচীর এসে দাঁড়ালো আমার সামনে।
আমি কোনো বাধার পাহাড় ভাঙতে জানি না কিংবা এইসব পাহাড় ভাঙার মতো
তেমন-একটা সাহসও আমার মনে ছিল না। তাই, আমি তার মনে কোনো জায়গা
করে নিতে পারিনি, তবু তাকে বারেবারে দেখেছি মুগ্ধচোখে, আর সবসময়
উদাসমনে তাকে নিয়ে কত কী যে ভেবেছি, তা এখন আর সবটা বলতে পারবো না।
 
প্রথমে আমার তাকে ভালো লাগেনি, কিন্তু পরে এমন ভালো লাগলো যে
আমি একটা দিশেহারা মানুষের মতো তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম!
আমার বুকের ভিতরে একদিন তার জন্য জন্ম নিলো ভালোবাসার একটা বিরাট মহীরুহ!
এবার সহজ কথায় সোজাসাপটা বলি বন্ধুগণ, আমি তাকে খুব ভালোবেসে ফেললাম।
আর তাকে ভুলতে পারলাম না, দিনে-দিনে তার সবকিছু ভালো লাগতে শুরু করলো আমার।
কিছুদিন পরে দেখলাম, সে তাদের বাড়ির ছাদে বসে একখানা কবিতার বই পড়ছে,
বিশাল ছাদের এককোণজুড়ে তার সেই বসবার ভঙ্গিটুকু যে কী সুন্দর লাগছিল!
আমি যেন আবার তার প্রেমে পড়লাম! আরও একদিন দেখলাম, সে ছাদে চুল শুকাচ্ছে,
সেও এক মনোহর ভঙ্গি! এসব দেখে তার প্রতি আমার ভালোবাসা যেন গেল আরও বেড়ে।
একদিন প্রথমে আমার তাকে ভালো লাগেনি! আর আজ-এখন তাকে খুব ভালো লাগে!
আর আজ তাকে খুব ভালোবাসি, আর প্রতিদিন যেন আরও ভালোবাসা জন্ম নিচ্ছে বুকের ভিতরে!
আমি তাকে ভালোবাসি, তার সবকিছু ভালোবাসি, আর তার সবকিছু আজ আমার ভালো লাগে।
কিন্তু আমার ভালোবাসার সামনে কেমন করে যেন দাঁড়িয়ে আছে বাধার একটা বিশাল পাহাড়!
আর আমি কোনোদিনও এই বাধার পাহাড় ভাঙতে পারবো না, তাকে ভালোবাসতে পারবো না!
আমার বুঝি কোনোদিনও তাকে আর ভালোবাসা হবে না! একটা বাধার পাহাড়ে আটকা পড়েছি আমি!
তবু আজ খুব সত্যি বলছি: মেয়েটিকে আমার খুব ভালো লেগেছিল, আর আজও খুব ভালোবাসি তাকে।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 28/08/2019
সর্বমোট 4034 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন