ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জেগে ওঠার গান

জেগে ওঠার গান
সাইয়িদ রফিকুল হক

 
রাস্তা দিয়ে যাচ্ছিলো সব হাল-ফ্যাশনের মেয়ে,
ডালিম-আভা ফুটছিল যে তপ্ত দু’গাল বেয়ে!
পথের পাশে অনেক যুবক গুমরে ওঠে তাই,
কোনোভাবে কথা বলার একটু সুযোগ চাই!
 
পথ আগলে একটা যুবক যেই না এলো সামনে,
রূপকুমারীর তর্জনীতে চুপসে গেল কেমনে!
হল্লা করে মেয়ের দলে পিছনফিরে একটুখানি চায়,
বখাটেরা সবখানে আজ এমন করেই বাধা যেন পায়।
 
ভয় পেয়ো না রূপকুমারী, সাহসটাতে দিবে শুধু শান,
বিশ্বজুড়ে নারীগণের আজকে শুনি জেগে ওঠার গান।
ভয়ের বাধায় তোমরা কেন চলবে পিছনফিরে?
সাহসিকায় বিশ্বজয়ের স্বপ্ন দেখি তোমাদেরই ঘিরে।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৮/০২/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 19/02/2020
সর্বমোট 659 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন