ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষের মৃত্যু দেখে

মানুষের মৃত্যু দেখে
সাইয়িদ রফিকুল হক

 
মানুষের মৃত্যু দেখে কখনো উল্লসিত হয়ো না,
মানুষের মৃত্যুতে কখনো ধর্মবিচার কোরো না,
মানুষের কষ্ট দেখে কখনো আনন্দিত হয়ো না,
মানুষের বিপদে মানুষ হয়ে তুমি দাঁড়াও মানুষের পাশে।
 
আমাদের সবার রক্ত লাল, আমরা যে মানুষ!
মানুষের পরিচয় খুঁজতে কখনো ধর্ম টানবে না,
মানুষের পরিচয় মানুষ, আর কোনো পরিচয় খুঁজো না তার,
মানুষের কষ্ট দেখে দাঁড়াও সকল মানুষের পাশে।
 
মানুষ মরছে আজ পৃথিবীর দেশে-দেশে, সকল মহাদেশে,
মানুষের মৃত্যু আমাকে আজ ব্যথিতচিত্তে নতুন কবিতা শেখায়,
মানুষের জন্য চিরদিন কাঁদবে মানুষের অন্তরাত্মা-মনপ্রাণ,
মানুষকে ভালোবেসে তুমি এখনই দাঁড়াও এই মানুষের পাশে।
 
 
সাইয়িদ রফিকুল হক
৩১/০৩/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 31/03/2020
সর্বমোট 827 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন