ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আলোহীন জগত।

গরিবের সন্তান বড় হয় এতিম খানায় বড় লোকের মা-বাপ মরে আশ্রয় কেন্দ্রে। মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা। ব্যথা পাবো বলে বাপে কোন দিন চিমটি কাটে নাই সে লোকটাকে বউয়ে এখন চোখ রাঙ্গায়। ধমক দিয়ে বউ বলে বিয়া করলা কেন বাপের এত আদরের পোলা বাপের কোলে থাকতা। বাকপ্রতিবন্ধি মা আমার ফ্যাল ফ্যাল করে চায় দমক দিয়ে বউয়ে বলে, বুড়ি এটার সেবা করা আমার বড় দায়। বউয়ের এমন ধমক মাঝে মাঝে বাবা শুনে চলে যেতে চায়, হাত ধরে কান্না করি। যেও না গো বাবা এখনো আমি তোমার সেই ছোট্ট খোকা। যখন আমি ছোট ছিলাম কত কষ্ট করেছে মা এখনো সেই একই কষ্ট শীতের রাতে পায়। ময়লা হওয়ার ভয়ে মাকে দেয় না নতুন তোশকটা। মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না, বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা। গীতি কবিতা। ০৮—০২—২০২১।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এফ মহী ভূঁইয়া তারিখঃ 11/02/2021
সর্বমোট 808 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন