ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষ এখন

মানুষ এখন
সাইয়িদ রফিকুল হক

 
বুড়িগঙ্গার পানি কারও-কারও কাছে শরবত
আর যমুনার ঘোলাজল দূষিত!
কে বোঝে ভাল আর মন্দ?
দ্বন্দ্ব এখন সবখানে।
 
ময়লার স্তূপের মতো চৌরাস্তায় পড়ে আছে
অগণিত জীবিত মানুষের দুর্গন্ধময় বিবেক!
কাছে ঘেঁষে না কেউ―
শিয়াল-শকুনেরা অবাধে করছে শুধু ‍বিচরণ।
 
মানুষ এখন বুড়িগঙ্গার মতো,
নিজে পারে না বাঁচতে
আবার অন্যকেও পারে না একটু বাঁচাতে!
জীবন এখানে আজ সত্যি অন্যরকম এক প্রহসন।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৯/০৬/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 14/06/2021
সর্বমোট 742 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন