ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সেই ফর্সা হাত

সেই ফর্সা হাত
সাইয়িদ রফিকুল হক

 
সেই ফর্সা হাত দেখিনি তো আগে,
দেখলাম যেদিন পাগল হলাম যেন
গভীর অনুরাগে।
 
হাত এত রূপসী! ভেবে পাই না কূল!
মনগহীনে বসে কে যে ফোটায় হুল!
দেখিনি যেন তাকে খুব সামনে থেকে,
দেখেছি তার হাত দিনের আলো ঢেকে।
অন্ধকারেও যে জ্বলে সেই সু-হাত!
তার সৌন্দর্যে মুছে যায় রাত।
 
সেই ফর্সা হাত খুঁজে পাই না আর,
কোথা হারিয়ে গেল মধুহাত সোনার?
 
 
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 10/07/2021
সর্বমোট 1090 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন