ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বস্তাগুলো

বস্তাগুলো
সাইয়িদ রফিকুল হক


বস্তাগুলো হাঁটে এখন
ধর্মকথার ছলে,
বেকুবগুলো যাচ্ছে মারা
এদের পাতা কলে!

আলুর বস্তা, তুলার বস্তা
ধার্মিক এখন সবাই,
বিষপরানে ঢেউ জেগেছে
ধর্মনাশে সদাই।

আরও কতক বস্তা আছে
দেখতে ভালো তারা,
বস্তাগুলো নিজ-গুদামে
নিচ্ছে ভরে কারা?

ধর্ম আগে বুকে ছিল
এখন দেখি হাতে!
লাভের হিসাব যাচ্ছে চলে
ভণ্ডগুলোর পাতে।

কায়দা শিখে ফটকাবাজে
ধর্মপ্রচার করে!
আল্লাহ-নবীর ভয় দেখিয়ে
নিজের ভাণ্ড ভরে।

বস্তাগুলো সস্তা প্রেমে
যাচ্ছে এখন মজে,
মানুষ খুনের বড়াই করে
যাচ্ছে আবার হজে!

নিজের স্বার্থে অর্থপূজা 
করছে তারা চরম,
এদের কাণ্ডে সুধীসমাজ
পাচ্ছে ভীষণ শরম।


সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০২২

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 20/11/2022
সর্বমোট 486 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন