ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বইমেলাজুড়ে দেখি

বইমেলাজুড়ে দেখি
সাইয়িদ রফিকুল হক


বইমেলাজুড়ে দেখি কবিতার বই
তবুও পাই না খুঁজে একটা কবিতা!
সারাদেশ ছেয়ে গেছে কবিদের ভিড়ে
তবুও খুঁজে পাই না একজন কবি!
এখন সব মত্ত কবিতা-সেবায়
তবুও জন্মে নাকো কবিতা একটা!
ঘনঘোর কলিযুগে ছিল কত কবিতা
হৃদয়টা ভরে ছিল কবিতা আর গানে!
তখনও কবি ছিল সত্যপ্রেমিক
এখন এত আলোতে দালাল বেশি!
নেমে আসুক আবার কবিতার ঝর্না
মানুষ পাবে আবার শক্তি-ভরসা।
বইমেলাজুড়ে দেখি কবিতা নাই!
আছে শুধু কবিতার জরা-জীর্ণ লাশ।


সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০২৩

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 25/02/2023
সর্বমোট 568 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন