ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জীবন থেকে নেওয়া (পর্ব ২)

1) Relatives mean you will not get these people when you need. 2)মানুষকে বিশ্বাস করা এক ভয়ংকর ব্যাপার স্যাপার। কিন্তু জীবন চলার পথে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতেই হবে। 3) পরীক্ষার খাতায় যেমন আপনি ১০০ তে ১০০ আশা করতে পারেন না। তেমনি জীবন পরীক্ষার খাতায় ও ১০০ তে ১০০ পাওয়া যায়না।। ৪) My bag is torning slowly so is my table-clothe. But my university life is not going to end. I am proud of having such a university life (University Session jam). ৫) The rich always win where the poor always loose. ৬) আপনি যদি আপনার কোন সাহিত্যকর্ম সমালোচকের নিকট উপস্থাপন করেন আর তারা যদি বলে আপনার কিছুই হয়নি। তাহলে ধরে নিবেন আপনি কিছু একটা করেছেন।। ৭)The so-called smart people are the servant of modern Capitalism. ৮)আল্লাহকে মন দিয়ে ডাকতে হবে এবং জীবনে তার প্রয়োগ করতে হবে। তার স্বরূপকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায়। আল্লাহ বলতে জীবনের অগ্রগতির তাগিদ বুঝায়। এই তাগিদের ফলে মস্তিষ্ক ও আত্মিক উন্নতি লাভ করা যায়।। ৯) মানব জীবনকে ঢেঁকির সাথে তুলনা করা যায়।ঢেঁকির কাজ হল ধান ভাঙ্গা। কল্পনা করুন, ঢেঁকির অগ্রভাগে একটি চাল আছে। এখন আপনাকে এমনভাবে ভাঙ্গতে হবে যেন অগ্রভাগের চালটি পড়ে না যায়।আর মানবজীবনে ঈমান ও আমল হল ঢেঁকির অগ্রভাগের সে চালটির মত। আপনাকে সেটি অনেক কষ্ট করে ধরে রাখতে হবে। তার পাশাপাশি দুনিয়াবি কার্যক্রম ও পরিচালনা করতে হবে। এজন্য রামকৃষ্ণ পরমহংস বলেন, সংসার করো ভ্রষ্টা, কুলটা নারীর মত। কুলটা নারী সারাদিন সংসারে মনোযোগ দেয়। কিন্তু তার মন পড়ে থাকে নাগরের পানে। কখন সুযোগ আসবে আর সে মিলিত হবে নাগরের সাথে। ১০) কোন কোন সময় মানুষ একা থাকতে ভালোবাসে।তবে সব সময় একা থাকা সুখের কোন বিষয় নয়। একা থাকার যন্ত্রণা অনেক ভয়াবহ। বড় পীড়া দেয় মানুষকে। এটা অনেকটা ফাঁসির রজ্জুর চেয়ে ও ভয়াবহ। মধ্যযুগে অনেক দাগী আসামীকে নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া হত। তো দেখা যেত সে মানুষটা মাস দুয়েক পর অমানুষ হয়ে যেত। অর্থাৎ সাদা বাংলায় তার মধ্যে আর কোন মানবিক গুণাবলি থাকত না। ১১) পিছুটান আর অন্তরে দুশ্চিন্তা নিয়ে আর যাই হোক পড়াশোনা হয় না। ১২) রাজনীতি আর অর্থনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা হয়ে থাকে রাজনীতি ও অর্থনীতি মুদ্রার এ পিট ও পিট। তাই ইদানিং একটা কথা প্রচার করা হয় যে রাজনীতি কম। ১৩) King's college London এর ভিজিটিং লেকচারার Dr. Gerda Pot স্বাস্থ্যের ওপর মিল প্যাটার্নের প্রভাব নিয়ে এক গবেষণা করেছিলেন। তিনি যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলের ডাইনিংয়ের খাবারের অবস্থা দেখতেন তাহলে হয়তোবা আর গবেষণা করার সাহসই পেতেন না। ১৪)পঞ্চম শ্রেণিতে পড়িবারকালে একবার আমাদের ক্লাসের সবাইকে পিতার কাছে বই কিনিবার টাকা চাহিয়া পত্র লিখিতে বলা হইয়াছিল। আমি ঐ চিঠিতে লিখিয়াছিলাম ৩০,০০০ টাকা (যদিও আমার পিতার ১০ টাকা দেওয়ার ও সামর্থ্য ছিলো না। আর ৩০০০০ টাকা ঐ যুগে অনেক টাকা ছিলো)। ম্যাডাম এ লাইনটি পুরো ক্লাসকে জোরেশোরে শুনাইয়া দিলেন। ইহা শুনিয়া পুরো ক্লাস আমাকে নিরেট বোকার হদ্দ ভাবিয়া হাসিয়া হাসিয়া কুটিপাটি হইবার উপক্রম হইয়াছিল (যদিও এ বোকামি আমি পরবর্তীতে অব্যাহত রেখেছি। নিজের কষ্টার্জিত টিউশনির টাকা দিয়ে ও বই কিনেছি)। ইহার অনেক পরে একটু আধটু জ্ঞানার্জন করিয়া বুঝিতে পারিলাম যে, ইহা চিরায়ত স্টেরিওটাইপিক্যাল বাঙালি মানসিকতারই বহিঃপ্রকাশ। টিভি, ফ্রিজ, এসি কিনিলে টাকার শ্রাদ্ধ হইয়া যায় না, সব টাকার শ্রাদ্ধ হইয়া যায় শুধুমাত্র বই কিনিলে। অথচ বই কিনিয়া কেউ কখনো দেউলিয়া হইয়া যায় না। অতঃপর উনারা কাঁদিয়া কুটিয়া সন্তানদের বলিতে থাকিবেন, এত এত মাস্টার রাখিয়া পড়াইলাম। তারপরেও তুই কেন রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র বসু কিংবা জয়নুল আবেদীন হইতে পারিলি না? তেঁতুল বীজ বপন করিয়া আম্র ফল আশা করিয়া কোন লাভ হইবে না। ইহা মহামতি শ্রীকৃষ্ণের কথা। স্বয়ং বিচার করুন।। ১৫) নিজের পজিশন নিয়ে কেউই সুখী নয়। সে আরো চায়। এজন্য উমর (রাঃআাঃ) বলেন, মানুষের এক পাহাড় স্বর্ণ হলে সে চায় আরেক পাহাড় স্বর্ণ। রবীন্দ্রনাথ তাই যথার্থই বলেছেন, এ জগতে হায় সে ই বেশি চায়/ যার আছে ভুরি ভুরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এ পৃথিবীতে তাই কেউ পরিপূর্ণ নয়। কারো আশাই তাই সম্পূর্ণ পূরণ হয় না। দু'একটা আশা পূরণ হবার সাথে সাথেই তার ভবলীলা সাঙ্গ হয়।। ১৬) আপনার যদি পজিশন আর অর্থ কড়ি না থাকে তাহলে সমাজে আপনার কানাকড়ি দাম ও নেই। তা আপনি যত ভালো মানুষই হোন না কেন। বিপরীতে, আপনার যদি পজিশন আর অর্থ কড়ি থাকে তাহলে আপনি যত খারাপ মানুষই হোন না কেন সমাজের আট দশটা মানুষের কাছে আপনি ভালো বলে মূল্যায়িত হবেন। চোর বাটপারদের দাম তাই ডায়মন্ডতুল্য। এ জন্য আমার বন্ধু ইনচান বলে, সে তো ভালো মানুষ। ব্যস, আপনি এ ভাবেই মূল্যায়িত হবেন।। ১৭) বাইরের দেহে যাদের স্বাভাবিক জীবন যাপন থাকে, তাদেরই ভিতরের দেহে লুক্কায়িত থাকে সুপ্ত আগ্নেয়গিরি। এ আগ্নেয়গিরির লাভা উদগিরণ হলে বিপ্লব অত্যাসন্ন হয়ে ওঠে।। ১৮) আমি প্রেমহীন নই আবার প্রেমিক ও নই। বিশাল একটা হৃদয় আছে আমার। আমি বোকা ও নই। আবার বুদ্ধিমান ও নই। বুদ্ধির একটা ঝিলিক আছে আমার। ১৯) মদিরাক্ষী চোখ দুটি চেয়ে থাকে/ নিষ্কলুষ ভবিষ্যতের দিকে/ আমার জীবন যেন তোমারি আকাশ।। ২০) Surely, I would like to go to hell to see some fair heaps and metadorian angel. ২১) মানুষের পিরীতি বাড়াও/ বর্তমান নষ্ট করে/ ভবিষ্যৎ কেমনে যাবে/ সে চিন্তা আর কে করে/ ও মনরে, পিরীতি ধন খায় পিঁপড়াতে।। ২২) শুধুমাত্র একটি নূরের পর্দা পেরিয়ে গেলেই আরশের আনাগোনা। ২২) Mixing up of the juice of Melon with the oil can be a therapy for removing dandruff. ২৩) Everything can be done for the pursuit of love/ I can go on foot from Dhaka to Peterborough. ২৪) জীবনটাকে অনেক নিষ্ঠুর মনে হচ্ছে। মনে হচ্ছে ফিনিক্স পাখির ডানায় চেপে ওড়ে চলে যাই বহুদূরে।। ২৫) মন থেকে সৃষ্টিগুলো উৎসারিত না হলে তাতে প্রাণ থাকে না। ২৬) তৃষ্ণার্ত পথিকের নিকট এক ফোঁটা ঠান্ডা জল হাজার টন সোনার চেয়ে ও দামি। ২৭) রাত যত গভীর হয়/ আলো তত নিকটে আসে/ অতীতের স্মৃতি নিয়ে/ সামনে এগুতে হবে।। ২৮) Everyone is running after his dreams. Someone can touch it, someone can go in the middle and someone cannot touch it. That's the reality.

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 27/06/2023
সর্বমোট 663 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন