ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানুষ পাবে কোথায়?

মানুষ পাবে কোথায়?
সাইয়িদ রফিকুল হক

 
 মানুষ-খুঁজে করবে কী আর?
মানুষ পাবে কোথায়?
দুঃখ শুনে কেউ কখনো
কাঁদে কারও ব্যথায়?
 
কষ্ট দেখে সবাই হাসে
জীবন যেন হাসির!
পাপটা ভুলে হাসে এখন
আসামি ওই ফাঁসির!
 
হৃদয়ভাবে কেউ ভাবে না
একটুও কারও কথা,
লাভের আশায় বিরাট ভারী
অনেকেরই মাথা।
 
মানুষ খুঁজে করবে কী আর?
সহ্য করো চুপে,
গোলাপ একদিন ফুটতে পারে
তোমার হৃদয়কূপে।
 
সাইয়িদ রফিকুল হক
০১-০৯-২০২৩

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 02/09/2023
সর্বমোট 363 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন