ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বাংলা ভাষার প্যাঁচ-ঘোচ: (পর্ব-পাঁচ): প্রচলিত ভুল-বানান ও শুদ্ধরীতি (উপপর্ব-এক)

উৎসর্গ: যাদের বানান ভুল বেশি হয়।

কৈফিয়ত: এ সিরিজে প্রকাশিত আমার আগের সকল পর্বের চুম্বক অংশ এবং ফেসবুকে প্রকাশিত কবি আখতারুজ্জামার আজাদের বাংলা বানান ক্লাস ও শুদ্ধ বানান চর্চা (সুবাচ) এর সমস্বয়ে এ উপপর্বগুলি লেখা হয়েছে। যাদের সচারচার বানান ভুল হয় তাদের জন্য পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

এক: বিসর্গ ও কোলন
আমরা প্রায়ই শিরোনাম বা প্রধান লেখার পরে বিসর্গ ব্যাবহার করি, অতঃপর বিসর্গের পরে বিস্তারিত বক্তব্য লিখি। এটি ভুল। মনে রাখতে হবে, বিসর্গ একটি অক্ষর, ফলে আমরা যেখানে ‘বিসর্গ’ ব্যবহার করি সেটি আসলে বিসর্গ না হয়ে ‘কোলন’ হবে। যেমন-

বাক্য পাঁচ প্রকারের যথাঃ
এখানে যথা’র পরে বিসর্গ দেওয়া হয়েছে, এটি ভুল; এখানে কোলন হবে। সেক্ষেত্রে বাক্যটি হবে- বাক্য পাঁচ প্রকারের যথা:

দুই: ন ও ণ
ঋ, র, ষ বর্ণের পরে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়; যেমন : ঋণ, বর্ণ, কারণ, ধারণা, দারুণ, বিষ্ণু,
বরণ, ঘৃণা।

যদি ঋ, র, ষ বর্ণের পরে স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ থাকে; তার পরবর্তী দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়ে যায়; যেমন : কৃপণ, নির্বাণ, নির্মাণ, পরিবহণ, গ্রহণ, শ্রবণ।...

ট-বর্গের পূর্বের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়, যেমন : বণ্টন, লুণ্ঠন, খণ্ড, ঘণ্টা।

বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না, যেমন : ধরেন, মারেন, করেন।

বিদেশী শব্দের দন্ত্য-ন কখনোই মূর্ধন্য-ণ হয় না; যেমন : কোরান, জার্মানি, ফরমান, ফ্রান্স, রিপন, লন্ডন, ড্যান্ডি, ইন্ডিয়া/ ইনডিয়া, প্রিন্ট, পেন্টাগন, মডার্ন, ইস্টার্ন, পর্নোগ্রাফি, কর্নার, বার্ন, হর্ন, পপকর্ন।

সন্ধি বা সমাসনিষ্পন্ন শব্দে ণ হয় না; যেমন : দুর্নীতি, দুর্নিবার, দুর্নাম, ত্রিনয়ন।

বিশেষ দ্রষ্টব্য : ধারণা ও দারুণ বানানে ণ হলেও ধরন ও দরুন বানানে ন। বর্ণ থেকে উদ্ভূত বরনে ন হলেও বরণ করে নেয়ার বরণে ণ। এছাড়া ধরনা, ঝরনা/ঝর্না বানানে ন।

তিন: পরা ও পড়া
'পরা' আর 'পড়া' এক না। কেবল পরিধান করা অর্থে 'পরা' এবং বাকি সব ক্ষেত্রে 'পড়া'। যেমন—

পরা :
আমি পাঞ্জাবি পরি।
বাবা চশমা পরেন।
সে শাড়ি পরেছে।
চাচি বোরকা পরতেন।
মা শাড়ি পরেছেন।
নানি চাদর পরতেন।
সেদিন নীল পাঞ্জাবি পরেছিলাম, আজ লাল পাঞ্জাবি পরব।
মেয়েটি চোখে কাজল পরতে পছন্দ করে।
কোনোমতে খেয়ে-পরে বেঁচে আছি।
আমি কারোটা খাইও না, পরিও না।
সেদিনের ঐ শাড়ি-পরা বালিকাটিকে আর কোথাও দেখিনি।
কে শাড়ির ওপর ব্লাউজ পরল, আর কে ব্লাউজের ওপর শাড়ি পরল; তাতে কার কী আসে-যায়? যার যা ইচ্ছে, পরুক! 

পড়া:
সে বই পড়ে।
বৃষ্টি পড়ছে।
সে প্রেমে পড়েছে।
 তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন।
প্রশ্ন কমন পড়েনি।
শেয়ারবাজার পড়ে গেছে।
বই পড়ছি।
গাছ থেকে আম পড়ল।
লোকটা রিকশা থেকে পড়ে গেল।
বাজারে আলুর দাম পড়ে গেছে।
বেজায় গরম পড়েছে।
রাগ পড়ে গেছে।
ভারি বিপদে পড়েছি।

অর্থের পার্থক্যটা মাথায় রেখে লিখলে ভালো হয়।

চার: কি ও কী
যেসব প্রশ্নের জবাব 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায়, সেখানে 'কি' বসবে; 'হ্যাঁ' বা 'না' দ্বারা জবাব দেয়া না গেলে 'কী' বসবে।
তোমার নাম কি যুক্তিযুক্ত? - 'হ্যাঁ' বা 'না' দ্বারা জবাব দেয়া যায়।
তোমার নাম কী? - 'হ্যাঁ' বা 'না' দ্বারা জবাব দেয়া যায় না।

পাঁচ: ‘কালীন’ মানেই ‘সময়’
মনে রাখা দরকার ‘কালীন’ মানেই ‘সময়’। ফলে এ দুটি শব্দ একসাথে বসে না।
ভুল : সমকালীন সময়ে
শুদ্ধ : সমকালীন
 
ভুল : খেলা চলাকালীন সময়।
শুদ্ধ : খেলা চলাকালে/ খেলা চলার সময়ে
ভুল : গর্ভকালীন সময়ে।
শুদ্ধ : গর্ভকালীন/গর্ভাবস্থায়
 
ছয়: এক বচন ও বহু বচনের ভুল
ভুল : সব বন্ধুদেরকে বলেছি।
শুদ্ধ : সব বন্ধুকে বলেছি।
 
সাত: গণ ভুল
শিরোচ্ছেদ বানানটি হবে শিরশ্ছেদ (শ্+ছ = শ্ছ)।
মতদ্বৈততা বানানটি হবে মতদ্বৈধতা
সান্তনা/শাস্তনা বানানটি হবে সান্ত্বনা (ন+ত+ব=ন্ত্ব)
 
আট: দরিদ্র ও দারিদ্র্য
'দরিদ্র' বিশেষণ আর 'দারিদ্র্য' ও 'দরিদ্রতা' বিশেষ্য। 'দারিদ্রতা' বলে কোনো শব্দ নেই।
 
নয়: স্মরণ ও সরণ
'সরণ' মানে রাস্তা, সরণ থেকে 'সরণি'। যেমন- রোকেয়া সরণি, বিজয় সরণি, প্রগতি সরণি।
স্মরণ মানে মনে করা। যেমন- স্মরণসভা। সরণির সাথে স্মরণের কোনো সম্পর্ক নেই।
 
দশ: ঙ, ঙ্ক (ঙ+ক), ঙ্খ (ঙ+খ) ও ঙ্ক্ষ (ঙ+ক্ষ)
পঙক্তি, অপাঙক্তেয় বানানে ঙ
অঙ্ক বানানে ঙ্ক (ঙ+ক)
শৃঙ্খলা বানানে ঙ্খ (ঙ+খ)
আকাঙ্ক্ষা বানানে ঙ্ক্ষ (ঙ+ক্ষ)

অনুরোধ: আমারও ভুল হতে পারে। অনুগ্রহ করে ধরিয়ে দেবেন।

এই সিরিজ এর সব লেখা
ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 07/04/2015
সর্বমোট 22070 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন