ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শুদ্ধ বানানরীতি (পর্ব-সাত): প্রচলিত ভুল-বানান ও শুদ্ধরীতি (উপপর্ব-তিন)

একুশ: ত্য, ত্ত, ত্ত্ব, ত্ব
সত্য বানানে ত্য, সত্তা বানানে ত্ত, সত্ত্বেও বানানে ত্ত্ব, স্বত্বাধিকারী বানানে ত্ব।

বাইশ: ভুঁড়ি ও ভূরি
ভুঁড়ি : নাড়ি-ভুঁড়ি
ভূরি : এ জগতে হায় সে-ই বেশি চায়, আছে যার ভূরি-ভূরি!
 
তেইশ: জোর ও জোড়
জোর = শক্তি
জোড় = যুগল
বাবা তাকে জোরে ধমক দিলেন, সে করজোড়ে ক্ষমা চাইল। জোরাজুরি করলে কারো মনও পাবে না, বেজোড় থেকে জোড়ও হতে পারবে না। সে পরীক্ষায় বড়জোর ৪০ পাবে।
 
চব্বিশ: স্বার্থক নয় সার্থক
স্বার্থক না, সার্থক; স্বার্থকতা না, সার্থকতা।
 
পঁচিশ: য় নয় র
'সে আশায় গুড়েবালি' কথাটা ঠিক নয়, কথাটা হবে 'সে আশার গুড়ে বালি'।
 
ছাব্বিশ: অন্তঃস্থল নয় অন্তস্তল
'অন্তরের অন্তঃস্থল' না, 'অন্তরের অন্তস্তল'।
 
সাতাশ: আপস
আপোস বা আপোষ না, আপস।
 
আটাশ: 'ওঠে' ও 'উঠে'
ওঠে' সমাপিকা ক্রিয়া, 'উঠে' অসমাপিকা ক্রিয়া।
সে খুব সকালে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে ছাদে ওঠে। ছাদে উঠে আকাশ দেখে।
 
ঊনত্রিশ: ক্ষ-এর নিচে ম
লক্ষ্মী, যক্ষ্মা বানানে ক্ষ-এর নিচে একটা ম-ও আছে।
 
ত্রিশ: ষ্ঠ ও তম
কনিষ্ঠ মানেই সবার ছোট, জ্যেষ্ঠ মানেই সবার বড়, শ্রেষ্ঠ মানেই সবার সেরা। কনিষ্ঠতম, জ্যেষ্ঠতম, শ্রেষ্ঠতম বলে কোনো শব্দ নেই।
 

এই সিরিজ এর সব লেখা
ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 24/04/2015
সর্বমোট 21288 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন