ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শুদ্ধ বানানরীতি (পর্ব-ছয়): প্রচলিত ভুল-বানান ও শুদ্ধরীতি (উপপর্ব-দুই)

উৎসর্গ: বানান কম ভুল হওয়া ব্লগারবৃন্দকে। আমার দৃষ্টিতে পড়েছে এমন ব্লগারবৃন্দের মধ্যে কয়েকজন হচ্ছেন- শামুক, জটিল বাক্য, হলদে টিয়া, শওকত আলী বেনু, চুপকথা, সাকিয়া রিপা, সত্যজিৎ দাশ, নিভৃত স্বপ্নচারী এবং  স্বপ্নের কারিগর। এছাড়া আরও আছেন। 

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এগার: আ-কার এর কারণে ণ
ধরন ও দরুন বানানে ন। ধারণ, ধারণা, দারুণ বানানে ণ। খেয়াল রাখতে হবে- দ বা ধ এর সাথে আ-কার বসলে পরে ণ হয়, আ-কার না বলে ন হয়। 
 
বার: দ্রব্যমূল্য ও দ্রব্যমূল্যের দাম
'দ্রব্যমূল্য' অথবা 'দ্রব্যের দাম' শুদ্ধ। 'দ্রব্যমূল্যের দাম' কথাটা ভুল, মূল্য মানেই দাম।
 
তের: উদ্দেশ্য ও উদ্দেশ
উদ্দেশ্য = লক্ষ্য, উদ্দেশ = প্রতি।
সংকট নিরসনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন, ভাষণ শেষে তিনি ব্রিটেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
 
চৌদ্দ: লক্ষ  ও লক্ষ্য
লক্ষ = লাখ, দৃষ্টি। লক্ষ্য = উদ্দেশ্য।
জীবনের লক্ষ্য পূরণের দিকে লক্ষ রাখতে হবে। আমার দিকে লক্ষ করো। লক্ষ করে শোনো।

পনের: চন্দ্রবিন্দু
দাঁড়িপাল্লা, দাঁড়ি-মাল্লা, দাঁড়ি-কমা ইত্যাদি সব দাঁড়িতে চন্দ্রবিন্দু থাকলেও কেবল দাড়ি-মোচের দাড়িতে চন্দ্রবিন্দু নেই।
কাঁচা ও হাঁড়িতে চন্দ্রবিন্দু আছে, কাচ ও হাড়ে নেই।
 
ষোল: ভারি ও ভারী
ভারি = খুব, ভারী = ওজনদার। ক্লাসের ভারী-ভারী বই পড়তে ভারি কষ্ট লাগে।
 
সতের: উত্তম, মধ্যম ও নাম পুরুষ
ভুল : আমি ও সে যাব।
শুদ্ধ : সে ও আমি যাব।
বাক্যে একাধিক পুরুষ থাকলে উত্তম পুরুষটি শেষে বসবে। ক্রম হবে- সে>তুমি>আমি।
 
আঠার: নিচ ও নীচ
নিচ = নিম্ন, নীচ = জঘন্য। আমাদের নিচতলার ভাড়াটিয়া অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ।
 
উনিশ: নিত্য শ
'পোশাক' বানানে শ।
 
বিশ: জীবী ও জীবি
আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী ইত্যাদি সকল জীবী-তে দুটোই দীর্ঘ ই-কার; কিন্তু জীবিকা বানানে ব-য় হ্রস্ব ই-কার অর্থাৎ 'বি'।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
কৈফিয়ত: এ সিরিজে প্রকাশিত আমার আগের সকল পর্বের চুম্বক অংশ এবং ফেসবুকে প্রকাশিত কবি আখতারুজ্জামার আজাদের বাংলা বানান ক্লাস ও অনলাইন গ্রুপ ‘শুদ্ধ বানান চর্চা (সুবাচ)’ এর সমস্বয়ে এ উপ-পর্বগুলি লেখা হয়েছে।

এই সিরিজ এর সব লেখা
ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 09/04/2015
সর্বমোট 9219 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন