ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শুদ্ধ বানানরীতি (পর্ব-আট): প্রচলিত ভুল-বানান ও শুদ্ধরীতি (উপপর্ব-চার)

উৎসর্গ: ব্লগার দুরন্ত। যিনি বানানের ক্ষেত্রে স্বকীয়তায় বিশ্বাসী এবং যার কাছ থেকে বাংলা বানান সম্পর্কে নানান তথ্য জানতে পারি। 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
একত্রিশ: যুক্তবর্ণে ন ও ণ’র ভুল
অপরাহ্ণ ও পূর্বাহ্ণ বানানে ণ; সায়াহ্ন, মধ্যাহ্ন, আহ্নিক ও চিহ্ন বানানে ন।
 
বত্রিশ: গাঁথা ও গাথা

গাঁথা = গ্রন্থন (মালা গাঁথা, সুতো গাঁথা)
গাথা = কবিতা (সাফল্যগাথা, বীরত্বগাথা, জীবনগাথা, দুঃখগাথা)
 
তেত্রিশ: লী নয় লি
অঞ্জলি বানানে ই-কার। এভাবে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি।
 
চৌত্রিশ: দু, দূ ও দুঃ
দূর বানানে দীর্ঘ ঊ-কার; কিন্তু দুর্নীতি, দুর্লভ, দুর্গম, দুর্নাম, দুর্ধর্ষ, দুর্দিন, দুঃস্থ, দুষ্প্রাপ্য, দুর্বল, দুর্গ ইত্যাদিতে হ্রস্ব উ-কার।
দুঃসম্পর্কের আত্মীয় না, দূরসম্পর্কের আত্মীয়।
 
পয়ত্রিশ: শীষ ও শিস
শীষ- গুচ্ছ। গমের শীষ।
শিস- শুভ কামনা। শব্দটি ‘আশীষ’ বা ‘আশিস’ নয়, ‘আশিস’। এভাবে শুভাশিস, দেবাশিস, স্নেহাশিস হবে।
 
ছত্রিশ: ভাষাভাষী নয় শুধু ভাষী
'বাংলা ভাষাভাষী' বা 'ইংরেজি ভাষাভাষী' লেখা নিষ্প্রয়োজন, 'বাংলাভাষী' বা 'ইংরেজিভাষী' লিখলেই চলবে।
 
সাত্রিশ: বেশি ও বেশী
বেশি = খুব, অনেক
বেশী = বেশধারী (ছদ্মবেশী, ভদ্রবেশী)
 
আটত্রিশ: জ-ফলা আছে
সন্ন্যাসী বানানে 'ন্ন্যা', সন্ধ্যা বানানে ‘ন্ধ্যা’।
জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি, জ্যোৎস্না, ন্যূনতম, ব্যূহ বানানে য-ফলাগুলো কই-কই বসেছে; লক্ষ রাখতে হবে।
 
উনচল্লিশ: কারণ ও কেননা
ইতিবাচক বাক্যে 'কারণ' বসবে, যেমন : সে ভালো ফলাফল করেছে, কারণ সে নিয়মিত স্কুলে যায়।


নেতিবাচক বাক্যে 'কেননা' বসবে; যেমন : সে পাশ করেনি, কেননা সে লেখাপড়ায় মনোযোগী ছিল না। সে ভালো নেই, কেননা তার বাবা মারা গেছেন। অর্থাত যেসব বাক্যে ‘না, নি, নেই’ ইত্যাদি আছে; সেসব বাক্যে ‘কেননা’ বসে।
 
চল্লিশ: ষ ব্যবহারের ব্যতিক্রম
বিদেশী কোনো শব্দেই ‘ষ’ না বসলেও কেবল 'খ্রিষ্ট' শব্দটিতে ‘ষ’ বসবে। 'খ্রিষ্ট' শব্দটি ইংরেজি 'ক্রাইস্ট' থেকে এলেও এটি বাংলা ভাষায় ঢুকে আত্মীকৃত হয়ে গেছে এবং এর উচ্চারণও বদলে গিয়ে সংস্কৃত শব্দ 'কষ্ট', 'নষ্ট' ইত্যাদির মতো হয়ে গেছ। ফলে খ্রিষ্ট, খ্রিষ্টীয়, খ্রিষ্টপূর্ব, খ্রিষ্টাব্দ, খ্রিষ্টান ইত্যাদিতে ‘ষ’ লিখতে হবে।

চলবে....
 

এই সিরিজ এর সব লেখা
ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 29/04/2015
সর্বমোট 16753 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন